Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ জুলাই, ২০১৬ ২২:০৯
শাহরুখের জীবনে নারীর প্রভাব
শোবিজ ডেস্ক

‘তুমি সুন্দর, কারণ তুমি মেয়ের মতো লড়াই করো...। ’ একটি অনুষ্ঠানে মেয়েদের জন্য নিজের লেখা এই কবিতা পড়লেন শাহরুখ খান। আরও একবার বুঝিয়ে দিলেন, কেন তার জন্য এখনো মেয়েদের কুছ কুছ হোতা হ্যায়। সম্প্রতি হওয়া অনুষ্ঠানটি ছিল গুঞ্জন জৈন-এর লেখা প্রথম বই প্রকাশের। এই বইটিতে বিভিন্ন ক্ষেত্রের সফল ২৪ জন নারীর কথা বলা হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ বলেন, তার জীবনের আগাগোড়াই নারীময়। জীবনের ছাঁচটাই গড়ে দিয়েছেন নারীরা। প্রথমে ঠাকুমা, এখন মেয়ে। আর এই দুইয়ের মাঝে স্ত্রী, পাড়ার মাসি-পিসি, দিদি আর তার ছবির নায়িকারা। বাদ যাননি সেই সব নারী পরিচালক যাদের সঙ্গে তিনি কাজ করেছেন। এমনই তথ্য জানালেন বলিউডের এই তারকা।

up-arrow