বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নিউজ টোয়েন্টিফোরের যাত্রা শুরু আজ

শোবিজ প্রতিবেদক

নিউজ টোয়েন্টিফোরের যাত্রা শুরু আজ

আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে সংবাদভিত্তিক নতুন স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। পরীক্ষামূলক সম্প্রচার হলেও তখন থেকেই নিউজ টোয়েন্টিফোর দর্শকদের নজর কাড়ে। ভিন্নধর্মী অনুষ্ঠানের ইঙ্গিতই দর্শক-সাড়ার অন্যতম কারণ। স্বাভাবিকভাবেই নিউজ টোয়েন্টিফোরের দর্শকরা আজকের দিনটির জন্য অপেক্ষায় ছিলেন। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ।

নিউজ টোয়েন্টিফোরের স্লোগান ‘নিরপেক্ষ নই, জনগণের পক্ষে’। উদ্যোক্তারা বলছেন, এই স্লোগান নিয়েই নিউজ টোয়েন্টিফোর পথ চলবে। এর কর্মী বাহিনীর প্রচেষ্টা থাকবে বাংলাদেশের সর্বত্র, শহর থেকে গ্রামে বিচরণ করা। মানুষের সুখ-দুঃখের কথা তুলে আনাই হবে নিউজ টোয়েন্টিফোরের প্রথম এবং প্রধান কাজ। দেশ-বিদেশের নিত্যসংবাদের পাশাপাশি কী বিষয়, কী উপস্থাপনায় প্রতিটি পরিবেশনা হবে বৈচিত্র্যময়। এ জন্য প্রস্তুত নিউজ টোয়েন্টিফোরের টেকনিক্যাল টিমও। বিশ্বের বর্তমান সেরা সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে এই স্যাটেলাইট টিভি স্টেশনে। তৈরি  করা হয়েছে আধুনিক স্টুডিও। ক্যামেরা থেকে শুরু করে লাইট, এডিটিং, অনলাইন এডিটিং, লাইভ টেলিকাস্ট সিস্টেম— সবকিছুতে বিশ্বমান বজায় রাখা হয়েছে। বলা যায়, নিউজ টোয়েন্টিফোর সময়ের চাহিদা পূরণ করবে বেশ ভালোভাবেই। আর এসব নিয়ে বিগত কয়েক মাস ধরে নিরলস কাজ করে যাচ্ছেন নিউজ টোয়েন্টিফোরের তিন কর্মকর্তা সামিয়া রহমান, ইব্রাহিম আজাদ ও শাহনাজ মুন্নী। সামিয়া রহমান আছেন হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। ইব্রাহিম আজাদ হেড অব নিউজ এবং শাহনাজ মুন্নী চিফ নিউজ এডিটর। কথা হয় নিউজ টোয়েন্টিফোরের তিন নেপথ্য কারিগরের সঙ্গে।

হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান বলেন, ‘সব সংবাদ মাধ্যমই বলে, তারা নিরপেক্ষ। কিন্তু আমরা বলতে চাই, আমরা নিরপেক্ষ নই। আমরা মানুষের পক্ষে। আর আমাদের স্লোগানও এ নিয়ে। তাই আমাদের উদ্দেশ্য পরিষ্কার। মানুষের দুর্ভোগ, সমস্যা-সমাধান, হতাশা-বিজয়— সবকিছু তুলে আনব আমরা।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আসলে প্ল্যানিং এখনই সব বলতে চাই না। এখন তো কপি-পেস্টের যুগ। আমাদের প্রোমো দেখে অনেকে কপি করে ফেলেছেও এর মধ্যে। তাই আস্তে-ধীরেই সব দেখাতে চাই আমাদের পর্দায়। তবে এটুকু গ্যারান্টি দিতে পারি, আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব।

কারণ আমাদের সিইও নঈম নিজাম ভাইয়ের নেতৃত্বে আমরা নতুনত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি। যে কোনো ভালো আইডিয়া আমরা তার নেতৃত্বে ইমপ্লিমেন্ট করতে পারব।’

হেড অব নিউজ ইব্রাহিম আজাদ বলেন, ‘আমরা সংবাদের ভিন্নতা আনব। চলমান সংবাদের সঙ্গে পজেটিভ বাংলাদেশকে তুলে আনব। খবর মানেই সারাক্ষণ নেতিবাচক বিষয় নয়, পজেটিভ বিষয়ও আছে— আমরা এ দিকটা সঠিকভাবে মেইনটেইন করতে চাই’।

চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নী বলেন, ‘আজ শুধুই আনুষ্ঠানিকতার দিন। আমরা আমাদের কাজ তো সেই কবেই শুরু করে দিয়েছি। সেই কাজের ধারাবাহিকতা বজায় রেখে শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা এখন। আর এই যাত্রায় দর্শকদের সঙ্গে চাই আমরা।’

শাহনাজ মুন্নী আরও বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছুটে যাব। মানুষের কথা তুলে আনব। বিশেষ করে লাইভ কানেক্টিং বাড়াব।  দর্শকদের দেখাতে চাই, নিউজ টোয়েন্টিফোর তাদের চ্যানেল। আমরা সবসময় জনগণের সঙ্গে আছি।’  

সর্বশেষ খবর