রবিবার, ৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তরুণ নির্মাতাদের ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’

শোবিজ প্রতিবেদক

তরুণ নির্মাতাদের ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’

টেলিভিশন নাটকের তরুণ নির্মাতারা মিলে গড়ে তুলছেন নতুন প্লাটফর্ম। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’। ৫ আগস্ট রাতে ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় প্রায় শতাধিক নাট্য নির্মাতার উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। তবে এ ঘোষণায় অনেকেই মনে করছেন, নির্মাতাদের মূল সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র বিপক্ষে এটি সংগঠিত হয়েছে। কিন্তু তরুণ নির্মাতারা এ বিষয়টিতে দ্বিমত প্রকাশ করেন। তারা দাবি করেন, ‘টেলিভিশন ডিরেক্টরস ফোরাম’ কখনোই ‘ডিরেক্টরস গিল্ড’র বিপক্ষ শক্তি নয়, বরং সহায়ক শক্তি হবে। তরুণ নির্মাতাদের স্বার্থ রক্ষায় কাজ করতে এই প্লাটফর্ম গড়া হয়েছে। তাদের এ প্লাটফর্মের ট্যাগলাইন ‘ইউনাইটেড উই ড্রিম’। নতুন এই প্লাটফর্ম থেকে তরুণ নির্মাতাদের জন্য নির্মাণ কর্মশালা, আইডিয়া শেয়ার, আড্ডা, সমস্যা সমাধানের চেষ্টাসহ নানা কার্যক্রম চলবে। সম্মেলনে যোগ দিয়েছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ, রেদওয়ান রনি, কচি খন্দকার, শুভ্র খান, নঈম ইমতিয়াজ নেয়ামূল, আদনান আল রাজীব, আশফাক নিপুণ, সাইদুর রহমান রাসেল, ইমরাউল রাফাত, হিমেল আশরাফ, মাবরূর রশীদ বান্নাহসহ অনেকেই যোগ দিয়েছেন।

সর্বশেষ খবর