রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

লাকী আখন্দের জন্য কনসার্ট

শোবিজ প্রতিবেদক

লাকী আখন্দের জন্য কনসার্ট

কংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দের সম্মানে দুই দিনের কনসার্টের আয়োজন করা হয়েছে। ১৬ ও ১৭ আগস্ট এ কনসার্টে দিনব্যাপী গান করবে ঢাকার প্রায় ৩০টি ব্যান্ড দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের [টিএসসি] এই কনসার্টে যোগ দেওয়া সংগীতপ্রেমীরা লাকী আখন্দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে পারবেন। কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য ভক্ত-অনুরাগীদের এগিয়ে আসতে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখন্দ’ কনসার্টের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। কনসার্টে গাইবে এই সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলো। প্রথম দিন সন্ধ্যায় গাইবে শিল্পী তাহসানের দল ‘তাহসান দ্য ব্যান্ড’। দুই দিনে অংশ নেওয়া অন্য ব্যান্ডগুলো হলো আর্বোভাইরাস, অ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেজ, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, দুর্গ, অর্জন, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, চাতক, আনস্পেসিফাইড, এেনমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন। এ ছাড়া আরও অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি। ‘ট্রিবিউট টু স্যার লাকী আখন্দের সমন্বয়কারী আবদুল্লাহ আল ইমরান জানান, ‘দুর্গ’ ব্যান্ড দলটি প্রথম এই আইডিয়া নিয়ে কাজের প্রস্তাব দেয়। এরপরই তারা একসঙ্গে কাজে নেমে পড়েন। ঢাবি ব্যান্ড সোসাইটির স্বেচ্ছাসেবী দল বিশ্ববিদ্যালয় এলাকা ও এর আশপাশ থেকে লাকী আখন্দের জন্য সাহায্য সংগ্রহ করবে। ক্যাম্পাসের জ্যেষ্ঠ ও সাবেক শিক্ষার্থীরাও তাদের সঙ্গে একাত্ম হতে পারবেন। কনসার্ট দেখতে ৫০ টাকা থেকে শুরু করে যে কোনো অঙ্কের টাকা অর্থ সাহায্য দিয়ে কনসার্ট উপভোগ করতে পারবেন যে কেউ। আলাদা করে টিকিটের ব্যবস্থা থাকবে না।

সর্বশেষ খবর