রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অপুর ফেরা নিয়ে ফের সংশয়

আলউদ্দীন মাজিদ

অপুর ফেরা নিয়ে ফের সংশয়

ঢাকাই ছবির অন্যতম সেরা জুটি শাকিব- অপুর ফেরা না ফেরার টানাপড়েন ক্রমেই বাড়ছে। বিশেষ করে এ জুটির অসমাপ্ত ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। চলচ্চিত্রকাররা বলছেন মার্চ থেকে আকস্মিকভাবে আড়ালে চলে যান অপু বিশ্বাস। আশেপাশের মানুষতো বটেই নির্মাতা ও সাংবাদিকদেরও ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন তিনি। এখন পর্যন্ত হন্যে হয়ে খুঁজেও তার সন্ধান পাননি কেউ। অপুর ঘনিষ্ঠ কিছু সূত্রের দাবি- শাকিবের ওপর অভিমান করেই অপু আড়ালে চলে গেছেন। শাকিব নাকি এখন অপুর বদলে অন্য নায়িকাদের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। অপুকে আগের মতো আর গুরুত্ব দিচ্ছেন না। গত রমজানে এ দুজনের জুটি বাঁধা একটি ছবির শুটিং চলাকালে মূলত মান অভিমানের সূত্রপাত ঘটে। ছবির গানের শুটিং চলছিল। অপুর মনে হচ্ছিল দায়সারা গোছের কাজ করছেন নির্মাতা।  নির্মাতাকে বিষয়টি জানালেও তিনি অপুর কথায় কর্ণপাত করেননি। পরে ব্যাপারটি নিয়ে শাকিবের সঙ্গে অপু আলাপ করলেও শাকিবও বিষয়টি পাত্তা দেননি। এতে অপুর মনে জিদ চাপে। তিনি সিদ্ধান্ত নেন ছবিটিতে আর কাজ করবেন না। ঘটনা এখানেই শেষ নয়। এই জুটির আরেকটি ছবির শুটিং চলছিল এফডিসিতে। নির্মাতা শাঁখারি বাজারের সেট তৈরি করেন এখানে। এই সেটে হলি উৎসবের গানের চিত্রায়ণ হবে। কিন্তু দুদিন সেট তৈরি করে শাকিবের জন্য অপেক্ষা করলেও তিনি শুটিংয়ে অংশ নেননি। এতে মনক্ষুণ্ন হন অপু। এদিকে শাকিব খানের কাছে অপুর আড়াল হওয়ার ব্যাপারে জানতে চাইলে শাকিব মিডিয়াকে বলেন, অপুর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। তাই তার সঙ্গে অভিনয়ে কোনো আপত্তি থাকার কথা নয়। অপু চাইলেই তার সঙ্গে জুটি বেঁধে কাজ করব। এদিকে এখন নাকি শাকিব-অপুর মান ভাঙাতে চিত্র জগতের অনেকে উদ্যোগী হয়েছেন। তারা শাকিব-অপুকে একসঙ্গে করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু শাকিব এখন ছবির শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ড আর অপু নিরুদ্দেশ রয়েছেন। অপুর ঘনিষ্ঠ সূত্রটি বলছে অপু অনেক দিন ধরেই দেশের বাইরে রয়েছেন। সময় হলেই ফিরবেন। শাকিব-অপুকে নিয়ে সবচেয়ে সফল ও বেশি ছবি করা নির্মাতা বদিউল আলম খোকন বলেন, বিষয়টি দুজনের পার্সোনাল হতে পারে, প্রফেশনাল নয়। তাই তারাই ঠিক করবেন তারা কি করবেন বা করবেন না। তবে অপু এভাবে দীর্ঘ সময় নিজেকে আড়াল করে নিজের ক্যারিয়ারেরই ক্ষতি করছেন। কারণ মিডিয়াতে লম্বা গ্যাপ হওয়া মানেই চাহিদা কমে যাওয়া। খোকনের কথায় এ কারণে শাকিব-অপু জুটির ক্রেজ হয়তো আর থাকবে না। দুজনকে আলাদাভাবেই কাজ করতে হবে। তাছাড়া সময়েরও একটা ব্যাপার আছে। সবার বয়স বাড়ছে। আমাদের চলচ্চিত্র শিল্পে একমাত্র শাবানাই দীর্ঘ সময় ধরে বয়সকে ম্যানেজ করে নায়িকা চরিত্রে অভিনয় করে গেছেন। আর কারও পক্ষে তা সম্ভব হয়নি। অপুর হাতে থাকা ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য আর দর্শক চাহিদার ওপর ভিত্তি করেই অপুর ফিল্ম ক্যারিয়ার নির্ভর করবে। এদিকে যেসব নির্মাতা অপুকে নিয়ে কাজ করতে চাইছেন তারা এখন অপেক্ষা করছেন শেষ পর্যন্ত অপু ফিরে আসেন কিনা তা দেখতে। সহসা না ফিরলে তারা অন্য হিসাব কষবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর