রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শুটিং নেই এফডিসিতে...

আলাউদ্দীন মাজিদ

শুটিং নেই এফডিসিতে...

মাঝে-মধ্যে আশার আলো দেখা দিলেও স্থায়ী হচ্ছে না চলচ্চিত্রের সুদিন। বারবার আকালের কবলে পড়ছে চলচ্চিত্র জগৎ। ছবি নির্মাণ ও মুক্তি কমছে, ব্যবসায়িক সফলতা নেই, শুটিং-ডাবিং শূন্য হয়ে পড়ছে এফডিসি। চলতি বছর ১২ আগস্ট পর্যন্ত মুক্তি পেয়েছে ৩৭টি ছবি। এর মধ্যে লাভের মুখ দেখেছে ‘শিকারি’ ও ‘বাদশা’ ছবি দুটি। বাকিগুলোর ভাগ্যে জুটেছে শুধুই লোকসান। এ তথ্য চলচ্চিত্র প্রদর্শকদের।

প্রায় প্রতিদিনই শুটিং-ডাবিং-এডিটিং শূন্য থাকছে চলচ্চিত্র নির্মাণের সূতিকাগার খ্যাত এফডিসি। বৃহস্পতিবার এখানে শুধু একটি ছবির শুটিং চলতে দেখা গেছে। ক্যামেরা ভবনের সামনে চলছিল শাকিব-বুবলী অভিনীত ‘শুটার’ ছবির চিত্রগ্রহণের কাজ। এডিটিং চলছিল ‘সুলতানা বিবিয়ানা’ ছবির। ১ নম্বর ফ্লোরে শনিবার ‘রক্ত’ ছবির শুটিং হয়। ৩ ও ৪ নম্বর ফ্লোরে চলছে বিজ্ঞাপন নির্মাণের কাজ।

এফডিসিতে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের চেয়ে বিজ্ঞাপন ও টিভি অনুষ্ঠান নির্মাণের কাজই বেশি চলছে। সংস্থার নয়টি ফ্লোরের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলের কাছে ভাড়া দিয়ে রাখা হয়েছে।

ছটকু আহমেদসহ কয়েকজন নির্মাতা বলেন, এখন চলচ্চিত্রের কাজের জন্য অনেক প্রাইভেট স্টুডিও নির্মাণ হয়েছে। সেখানে কম মূল্যে কাজ করা যায়। সুযোগ-সুবিধাও বেশি। তাছাড়া এফডিসিতে প্রতিবছর ফ্লোর ভাড়াসহ নানা ব্যয় বৃদ্ধি করা হয়। তাই নির্মাতারা  সচরাচর এফডিসিতে আসতে চান না।

এই অভিযোগের জবাবে এফডিসির কারিগরি ও প্রকৌশল পরিচালক মো. আজম বলেন, ‘প্রাইভেট কোম্পানিগুলো শুটিংয়ের যন্ত্রপাতিসহ নানা ক্ষেত্রে ভাড়া দেওয়ার সময় কোনো ট্যাক্স রাখে না। আমরা যে জিনিস তিন হাজার টাকা ভাড়া দিই তারা তা দুই হাজার পাঁচশ টাকায় ভাড়া দিতে পারে। এফডিসির যে কোনো জিনিস ভাড়া নেওয়ার সময় তার সঙ্গে ট্যাক্স সংযুক্ত থাকে। তাই ভাড়া বাড়ে।’

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, ‘গত বছরের আগস্ট থেকে ফ্লোর ভাড়া শতকরা ১০ ভাগ করে কমানো হয়েছে। এরপরও যদি নির্মাতারা এখানে আসতে না চান তাহলে এফডিসি চালাতে বাধ্য হয়েই ফ্লোরগুলো অন্য কোনো কাজে ভাড়া তো দিতেই হবে।’

প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন বলেন, ‘আমাদের চলচ্চিত্র এখন ডেড বেডে চলে গেছে। নানা অনিয়ম এই সেক্টরটিকে ধ্বংস করে দিয়েছে। নতুন কিছু নির্মাতা ডিজিটাল ছবির নামে নাটক মার্কা ছবি নির্মাণ করে দর্শকদের সিনেমা হলবিমুখ করছে। যৌথ প্রযোজনা ও বিনিময়ের ক্ষেত্রেও অনিয়ম চলছে। এ অবস্থায় আমাদের চিত্র জগতের অবস্থার উত্তরণের কোনো পথ দেখছি না।’

খ্যাতিমান চলচ্চিত্রকার সোহেল রানা বলেন, ‘ঘন ঘন এফডিসির এমডি বদল, এফডিসিকে সময়মতো আধুনিক করে গড়ে না তোলা, চলচ্চিত্র বিনিময় ও যৌথ প্রযোজনায় নিয়মনীতি লঙ্ঘনের কারণে দেশীয় চলচ্চিত্র অনেক আগেই কোমায় চলে গেছে।’

প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াৎ বলেন, ‘চলচ্চিত্র জগৎ দীর্ঘদিন ধরেই হতাশাজনক অবস্থায় আছে। ছবি বিনিময় ও যৌথ নির্মাণে বৈষম্য, ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের নামে কম বাজেটে নাটক নির্মাণ, সিনেমা হলের অনুন্নত পরিবেশ, মাল্টিপ্লেক্সের অভাব ইত্যাদি কারণে আমাদের চলচ্চিত্র জগৎ আকালের মধ্যেই আছে।’

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের ছবিতে গল্পের খরা চলছে। তাছাড়া নির্মাণ, অভিনয়, গানসহ প্রতিটি আঙ্গিকই দুর্বল। একই সঙ্গে ডিজিটাল চলচ্চিত্রের নামে চলছে নাটক জাতীয় ছবি নির্মাণ। বিদেশি ছবির নকল আর পাইরেসি তো রয়েছেই। এসব কারণে দেশীয় ছবি এখন আর চলে না। চলচ্চিত্র ব্যবসা দিনে দিনে লোকসানের কবলে পড়ছে। এসব বিষয়ে সংশ্লিষ্টরা সচেতন না হলে সিনেমা হল বা চলচ্চিত্র ব্যবসা আর টিকিয়ে রাখা যাবে না।’

চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এখন সিনেমা হলের সংখ্যা

উদ্বেগজনকহারে কমেছে। তাই বাধ্য হয়েই চলচ্চিত্রের নির্মাণ ব্যয় সীমিত রাখতে হচ্ছে। এফডিসিতে কাজ করতে গেলে প্রাইভেট স্টুডিওর চেয়ে বেশি ব্যয় করতে হয়। এতে অনেকেই এখন এফডিসিতে কাজ করতে চায় না। এ অবস্থায় এফডিসির ফ্লোর ভাড়া যদি অর্ধেক কমিয়ে দেওয়া হয় তাতে নির্মাতারা অবশ্যই সেখানে কাজ করবে। চলচ্চিত্র জগতের বর্তমান মন্দ অবস্থা বিবেচনা করে এফডিসিতে সার্বিক নির্মাণ ব্যয় কমিয়ে দেওয়া জরুরি বলেও আমি মনে করি।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘স্থানীয় ছবি নির্মাণে মান রক্ষা করবে নির্মাতা এবং নির্মাণ ব্যয় সাধ্যের মধ্যে রাখার সুযোগ তৈরি করবে এফডিসি। সিনেমা হলে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়াতে হবে। যৌথ আয়োজন ও বিনিময় হবে যথাযথ নীতিমালার ভিত্তিতে। আসলে বর্তমানে এসবের কোনোটিই যথাযথভাবে পালন হচ্ছে না বলেই দেশীয় চলচ্চিত্র জগৎ অনিশ্চয়তায় ঘুরপাক খাচ্ছে। বেকার হতে বসেছেন চলচ্চিত্র ব্যবসায়ী, নির্মাতা ও কলাকুশলীরা। এ অবস্থার অবসানে সবাইকে সক্রিয় হতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর