মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কী আছে কিরণমালায়?

কী আছে কিরণমালায়?

কিরণমালা সিরিয়ালের গল্পের প্লট খেয়াল করলে দেখা যায় এটি আহামরি কোনো গল্প নয়। ছোটবেলায় শোনা শত শত রূপকথার গল্পের মতোই নেহায়েত সাধারণ একটি প্লট। গল্পের কাহিনী আবর্তিত হয়েছে কিরণমালাকে ঘিরে। তার চিরশত্রু হিসেবে দেখা যায় রাক্ষসী রানী কটকটিকে। কটকটি বারবার কিরণমালা ও তার স্বামীর ক্ষতি করার চেষ্টা করে। কিরণ দমে না গিয়ে বারবার অশুভ শক্তির সঙ্গে লড়াই করে। সব যুদ্ধে কটকটিকে পরাজিত করে কিরণ। কিন্তু এরপরও কটকটির ষড়যন্ত্র থামে না। সে কিরণের বিরুদ্ধে নিত্যনতুন ফন্দি আঁটে। গল্পে রূপকথার কতগুলো রাজ্যের দেখা পান দর্শকরা। সেগুলো হচ্ছে— অচিনপুর, অমৃতনগর, রূপনগরী, আগুন পাহাড়, বিচিত্র নগরী, বরফ রাজ্য ইত্যাদি। অনেকেই জানেন না এই কাহিনী মূলত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া হয়েছে। গল্পে অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির চিরন্তন লড়াইকে উপজীব্য করে নাটকীয়তা থাকলেও দুর্বল গ্রাফিক্স ও এনিমেশন রুচিশীল দর্শকদের হতাশ করবে। কিন্তু গ্রামগঞ্জ বিশেষ করে অল্পশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের ফ্যান্টাসি ফিকশনের জনপ্রিয়তা দেখা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর