বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এফডিসিতে দেশের প্রথম ‘ফোরকে প্রজেক্টর’

শোবিজ প্রতিবেদক

এফডিসিতে এলো ফোরকে প্রজেক্টর। এটিই দেশের প্রথম ফোরকে প্রজেকশন মেশিন। এটি এখন এফডিসির সাউন্ড কমপ্লেক্সের ৫ নং থিয়েটারে স্থাপনের কাজ চলছে। এফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে এই প্রজেক্টরটি আনা হলো। ২ লাখ ৭৫ হাজার ডলার ব্যয়ে এই প্রজেক্টরটি আনা হয়। এফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ক্রিস্টি ব্যান্ডের এই প্রজেক্টরটি আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এর সঙ্গে আছে ভিসিপি প্লেয়ার সিস্টেম ও ১২০ ট্যারাবাইটের সার্ভার সিস্টেম। সার্ভারের ব্র্যান্ড হচ্ছে বোস্টন ইউকে। তিনি জানান, সার্ভারে ভিডিও ও অডিও ডাটা সংরক্ষণ করা যাবে। পরে প্রয়োজনে ডাটা নিয়ে কাজ করা যাবে। তাছাড়া ছবি দেখা যাবে, ভিসিপি সমন্বিত ডাটা দেখা যাবে এবং প্রোগ্রাম স্টোর করা যাবে। মামুনুর রশিদ বলেন, ফোরকে প্রজেক্টরটি যে কেউ ভাড়া নিয়ে ছবির প্রিমিয়ার করতে পারবে এবং সেন্সর শোও করা যাবে।  তিনি বলেন, এই প্রজেকশনটি আনার মাধ্যমে চলচ্চিত্রকারদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো এবং চলচ্চিত্র নির্মাণের আধুনিকায়ন এগিয়ে গেল।

সর্বশেষ খবর