শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

২২ ব্যান্ডশিল্পী এক অ্যালবামে

শোবিজ প্রতিবেদক

একটা সময় ব্যান্ডের অ্যালবামের পাশাপাশি ব্যান্ডগুলোও শ্রোতাপ্রিয় ছিল। নব্বই দশকের সেই গানগুলো আমরা এখনো গুনগুন করে গাই। সেই ভাবনা কিংবা অভাববোধ থেকেই এবার উদ্যোগ নেওয়া তেমন কিছুর। পুরনো ব্যান্ডগুলোর নতুন গান আসছে সিডিতে। তাও আবার একসঙ্গে ২২ ব্যান্ডের গান। এটির উদ্যোগ নিয়েছে ফেসবুকভিত্তিক পেজ আশিক মিউজিক।

আসছে কোরবানির ঈদের পর ২২টি গানের দুটি সিডি একত্রে বাজারে আনছে তারা।

এর উদ্যোক্তা আশিক বলেন, ‘আমরা চেষ্টা করছি নব্বই দশকের সেই আমেজটা নতুন করে ধরতে। দেশে ও দেশের বাইরে অবস্থানরত ব্যান্ডশিল্পীরা এতে থাকছেন।’

অ্যালবামটির জন্য এখন পর্যন্ত কণ্ঠ দিয়েছেন আশিকুজ্জামান টুলু [আর্ক], মেজবা [ডিফারেন্ট টাচ], নাসির [নিউ ইভস], ওমর খালিদ রুমি [বাংলাদেশ], লাবু রহমান [ফিডব্যাক], কামাল [ডিজিটাল], মাহমুদ জুয়েল [নর্দান স্টার], কাজল [পালস], ইমতিয়াজ বাবু [অডেসি]। কাজ চলছে চন্দন [উইনিং], ইতুসহ আরও অনেকের।

সর্বশেষ খবর