সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফাহমিদা-সামিনার দ্বৈত অ্যালবাম

শোবিজ প্রতিবেদক

ফাহমিদা-সামিনার দ্বৈত অ্যালবাম

এক বছরের বেশি সময় পর সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর দ্বৈত অ্যালবামের কাজ শেষ হয়েছে। অ্যালবামে দুই বোনের কণ্ঠে চারটি করে মোট আটটি গান থাকবে। সব গানই লিখেছেন জুলফিকার রাসেল। গানগুলোর সুর করেছেন নচিকেতা এবং সংগীতায়োজন করেছেন সামিনা-ফাহমিদার ভাই পঞ্চম। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘এক আকাশের গান’। সামিনা, ফাহমিদা এবং তাদের ভাই পঞ্চমও অ্যালবামটির সঙ্গে যুক্ত। তাই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘এক আকাশের গান’। সামিনা চৌধুরী বলেন, ‘এটি আমাদের দুই বোনের স্বপ্নের একটি অ্যালবাম। সব গানের কথা এবং সুর অনেক ভালো হয়েছে। ভক্তদের কথা চিন্তা করে এই সময়ের গান করার চেষ্টা করেছি। বেশি ভালোলাগা এই যে আমাদের ভাই চঞ্চমও জড়িত আছে। ফাহমিদা নবী বলেন, ‘এক আকাশের গান নিয়ে স্বপ্ন দেখা আসলে জুলফিকার রাসেলের। তাই রাসেলের প্রতি কৃতজ্ঞতা। চেষ্টা করেছি শ্রোতাদের ভালোলাগার মতো কিছু গান করতে। আশাকরি ভালো লাগবে শ্রোতাদের।’ এদিকে লেজারভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘ইচ্ছে ছিল ঈদেই শ্রোতাদের হাতে এক আকাশের গান তুলে দেবার। কিন্তু সামিনা আপা হজে যাওয়ার কারণে তা পিছিয়ে ঈদের পর নেওয়া হলো।  এদিকে ফাহমিদা নবীর সর্বশেষ অ্যালবাম ছিল ‘সাদা কালো’ যা সম্প্রতি জি-সিরিজ থেকে বাজারে আসে।

সর্বশেষ খবর