মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

একসঙ্গে রফিকুল আলম ও মমতাজ

শোবিজ প্রতিবেদক

একসঙ্গে রফিকুল আলম ও মমতাজ

নারগিস আক্তার পরিচালিত ‘পৌষ মাসের পিরিত’ ছবিতে প্লেব্যাক করছেন রফিকুল আলম ও মমতাজ। সম্প্রতি ধানমন্ডির একটি রেস্তোরাঁয় নারগিস আক্তারের নতুন ছবি ‘পৌষ মাসের পিরিত’ নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত গণমাধ্যমকর্মী, চলচ্চিত্রটির অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের গান গেয়ে শোনান এই দুই শিল্পী। যৌথভাবে ‘না পোড়াইলে সর্ব অঙ্গ’ শিরোনামের গানটি ছবিতে ব্যবহার করা হয়েছে। এই গানটি ছাড়াও এই দুই শিল্পী আলাদাভাবে চলচ্চিত্রে ব্যবহৃত আরও দুটি গানের প্রথম কলি গেয়ে শোনান। মমতাজ ও রফিকুল আলম ছাড়াও ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন ও মনির খান। ‘পৌষ মাসের পিরিত’ ছবিতে অভিনয় করেছেন পপি, টনি ডায়েস, আহমেদ রুবেল, তরু মোস্তফা, আদিত্য আলম, প্রিয়াঙ্কাসহ অনেকেই।

নারগিস আক্তার জানান,  নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘পৌষ মাসের পিরিত’ চলচ্চিত্রটি। ২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। এতে একজন খেজুরের রস ও গুড়ের সওদাগর হিসেবে দেখা যাবে টনি ডায়েসকে। তার স্ত্রী মাজু খাতুনের ভূমিকায় অভিনয় করেছেন পপি। ১৯৭৩ সালে একই গল্প নিয়ে বলিউডে নির্মাণ হয় ‘সওদাগর’ ছবিটি। এতে এই দুই চরিত্রে অভিনয়  করেন অমিতাভ বচ্চন ও নতুন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল ও প্রশংসিত হয়। বেশ কবছর আগে নারগিস আক্তার পৌষ মাসের পিরিত ছবির কাজ শুরু করেন। দেরিতে হলেও ২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দিতে পারছেন বলে বেশ আনন্দিত তিনি। বুধবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্বপ্নের ছবি এটি। খুব যত্ন নিয়ে নির্মাণ করেছি। আশা করছি বলিউডের ‘সওদাগর’ ছবিটির মতো এটিও দর্শকের মাঝে সাড়া জাগাবে। ফেমকম প্রযোজিত এই ছবিতে অভিনয় করতে পেরে টনি ও পপি খুব উচ্ছ্বসিত।

সর্বশেষ খবর