বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জাহিদ হাসানের বড় পর্দায় অভিষেকের ৩০ বছর

শোবিজ প্রতিবেদক

জাহিদ হাসানের বড় পর্দায় অভিষেকের ৩০ বছর

মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও দাপট দেখিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বড় পর্দায় তার অভিষেকের ৩০ বছর পূর্ণ হলো ২০১৬ সালে। ১৯৮৬ সালে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার যৌথ প্রযোজনায় নির্মিত ‘বলবান’-এর মাধ্যমে চলচ্চিত্রে প্রথম কাজ করেন তিনি। শিগগিরই চিত্রনায়িকা ববি প্রযোজিত ‘বিজলী’ এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে অভিনয় করবেন জাহিদ। চলচ্চিত্র পরিচালনারও ইচ্ছা আছে তার। এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হয়েছেন তিনি। ‘স্টার নাইট’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন জাহিদ। উপস্থাপিকা মারিয়া নূরের সঙ্গে আড্ডায় তিনি নিজের লেখা কবিতার অংশ বিশেষ পড়ে শোনান। অজয় পোদ্দারের প্রযোজনায় ‘স্টার নাইট’ মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টায়।

সর্বশেষ খবর