Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৯
উত্তমের ঠোঁটে সেরা ৯ গান
উত্তমের ঠোঁটে সেরা ৯ গান

উত্তম কুমারের ছবির গান মানে হৃদয়ে ঝড় তোলা। তার ছবির গানগুলো সব বয়সী দর্শকের কাছে এখনো রীতিমতো ক্রেজ। এমনই সেরা ৯ গান এখানে তুলে ধরা হলো—

 

এই পথ যদি না শেষ হয়

হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায় গানটি গেয়েছিলেন ‘সপ্তপদী’ ছবির জন্য। গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার।

 

আমার স্বপ্নে দেখা রাজকন্যা

‘সাগরিকা’ ছবির এই গানটি গেয়েছিলেন শ্যামল মিত্র। লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার আর সুর করেছিলেন রবিন চ্যাটার্জি।

 

ওগো তুমি যে আমার

‘হারানো সুর’ ছবির এ গানটির সংগীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

 

শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতিকথা

‘শাপমোচন’ ছবির এই গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

 

আজ দুজনার দুটি পথ

উত্তম-সুচিত্রা জুটির ‘হারানো সুর’ ছবির এ গান লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

 

আশা ছিল ভালোবাসা ছিল

‘আনন্দ আশ্রম’ ছবির গান। গেয়েছিলেন কিশোর কুমার। গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর করেছিলেন শ্যামল মিত্র।

 

তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে

‘দুই ভাই’ ছবির এই গানের সুর ও কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের। লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার।

 

আমার স্বপ্ন তুমি

‘আনন্দ আশ্রম’ ছবির এই গানটি গেয়েছিলেন কিশোর কুমার ও আশা ভোঁসলে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় গানটির সুর করেছিলেন শ্যামল মিত্র। 

 

পৃথিবী বদলে গেছে

উত্তম কুমারের ঠোঁটে জনপ্রিয় হওয়া এই গানটি গেয়েছিলেন কিশোর কুমার।

এই পাতার আরো খবর
up-arrow