সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আরও চার উৎসবে জালালের গল্প

শোবিজ প্রতিবেদক

আরও চার উৎসবে জালালের গল্প

গত বছরের ৪ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জালালের গল্প’। মুক্তির পর ১১ সপ্তাহ চলেছে বিভিন্ন সিনেমা হলে। ২০১৫ সালে অস্কারে বিদেশি ভাষা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। পেয়েছে দর্শক ও সমালোচকের ভালোবাসা। ২০১৪ সালের ৫ অক্টোবর বুসান উৎসবের নিউকারেন্টস উৎসবের মধ্য দিয়ে বিশ্বপ্রিমিয়ার হয়ে দুই বছর ধরে বিশ্বের ৩০টিরও অধিক গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত, পুরস্কৃত ও প্রশংসিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় এই সেপ্টেম্বরেও আরও চার উৎসবে যাচ্ছে জালালের গল্প। এর মধ্যে তিনটিতেই মূল প্রতিযোগিতায় লড়বে। ছবিটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাশিয়া, ভারত, উত্তর কোরিয়া এবং শ্রীলঙ্কায়।

রাশিয়ার তাতারস্তানের কাজান শহরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতায় ৫-১১ সেপ্টেম্বর অংশ নিচ্ছে জালালের গল্প। উত্তর কোরিয়ার পিয়ংওয়াং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও মূল প্রতিযোগিতায় লড়বে জালালের গল্প।

এবারের ১৫তম আসর অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর।

শ্রীলঙ্কার জাফনা প্রভিন্সের জাফনা আন্তর্জাতিক সিনেমা উৎসবের দ্বিতীয় আসর শুরু হবে ২৩-২৭ সেপ্টেম্বর। এখানেও জালালের গল্প লড়বে মূল প্রতিযোগিতায়। 

হায়দরাবাদের রামজি ফিল্ম সিটিতে অনুষ্ঠিতব্য অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সেকশনে জালালের গল্প ছবিটি দেখানো হবে।  এ উৎসব চলবে ২৩-২৭ সেপ্টেম্বর।

সর্বশেষ খবর