Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৬
কসোভো উৎসবে সেরা তৌকীর
শোবিজ প্রতিবেদক
কসোভো উৎসবে সেরা তৌকীর

এ বছরের কসোভো চলচ্চিত্র উৎসবে সেরা হয়েছেন পরিচালক তৌকীর আহমেদ। তার নতুন ছবি ‘অজ্ঞাতনামা’র জন্য সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার জিতছেন এ অভিনেতা-নির্মাতা। ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শিরোনামের উৎসবটি ৩১ আগস্ট শুরু হয়ে শেষ হয়েছে। রবিবার সমাপনী দিনে তৌকীরের হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়। উৎসবের অফিশিয়াল পেজে জানানো হয়, ‘অজ্ঞাতনামা’র বিষয়বস্তু সমকালীন বিশ্বের গুরুত্বপূর্ণ একটি উপদান, যা জীবনঘনিষ্ঠ। এদিকে, পুরস্কার পাওয়ায় তৌকীর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ছবির কলাকুশলীদের ধন্যবাদ। সবার কাছে আমি কৃতজ্ঞ।’ ছবিটির গল্প, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের নিয়ে। তাদের নানা হয়রানি উঠে এসেছে এতে। সঙ্গে যুক্ত ছিল অসাধু আদম ব্যবসায়ীদের ভুল সিদ্ধান্তের পরিণাম। বাংলাদেশে ১৯ আগস্ট মুক্তি পায় ‘অজ্ঞাতনামা’। তার আগে ইতালির গালফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন অ্যাওয়ার্ড অর্জন ও গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের সিনেমা বাজার মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় এটি।

এই পাতার আরো খবর
up-arrow