Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৭
সাউন্ডটেকের ঈদ অ্যালবাম
শোবিজ প্রতিবেদক

সাউন্ডটেক এবারের ঈদে বিশাল আয়োজন নিয়ে আসছে। জনপ্রিয় শিল্পীদের একক এবং মিশ্র অ্যালবাম প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। ঈদে প্রকাশ হবে  ডলি সায়ন্তনীর নতুন একক ‘একলা হব’। ন্যান্সি এবং এফ এ সুমনের দ্বৈত অ্যালবাম ‘অনুভব’। পুলক মুচ্ছাল এবং ইমরানের ডুয়েট অ্যালবাম ‘আমার ইচ্ছে কথাই’। ব্যান্ড মিক্স ‘পুনরুদ্ধার’, সাথীর একক ‘পাল তোলা প্রেম’। পাপড়ির একক ‘তুই করলি চুরি’।  সাবরিনা সাবা এবং মুনকির খানের দ্বৈত অ্যালবাম ‘এতো কাছে’,  শাহেদ রনী এবং হ্যাপীর মিশ্র অ্যালবাম ‘ভালবাসার উৎসব’ আহমেদ কাওসারের কথায় শাহেদ রনীর সুরে এই অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু এবং রেজওয়ান শেখ। আনিসুল ইসলামের লেখা গানে রয়েছে আরও একটি মিশ্র অ্যালবাম ‘চাঁদের মাস্তল’। এ ছাড়াও সাউন্ডটেক আরও কয়েকটি নতুন আইটেম বাজারে নিয়ে আসছে এবারের ঈদে। আর এসব অ্যালবামই শুনতে ভিজিট করতে হবে সাউন্ডটেক ওয়েব সাইট এবং সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে।

এই পাতার আরো খবর
up-arrow