Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৯
রাধিকার প্রস্তুতি
শোবিজ প্রতিবেদক

আশা ভোঁসলের স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত রাধিকা আপ্তে। টালিউড, বলিউড, তামিলসহ বেশ কিছু ছবিতে অভিনয় করে পেয়েছেন পরিচিতি ও জনপ্রিয়তা। এবার নাচ করার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। জানা গেছে, বেশ গুরুত্বসহকারে নাচ শিখছেন তিনি। বড় তারকাদের সম্মান জানাতে তাদের অভিনীত গানে নাচ করা বলিউডে যেন একটি রীতিতে পরিণত হয়েছে। বিশেষ করে পুরস্কার প্রদান ও সম্মাননার আয়োজনগুলোতে। এই যেমন রণবীর সিং একবার নাচ করলেন শাহরুখ খান, সালমান খান ও আমির খানের গানে। সম্মান জানানোর জন্য সে রকমই এক প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী রাধিকা আপ্তে।

এই পাতার আরো খবর
up-arrow