বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভূপেন হাজারিকার স্মরণে

শোবিজ প্রতিবেদক

ভূপেন হাজারিকার স্মরণে

বাংলার কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকা। ১৯৭১ সালে যিনি ছিলেন বাংলাদেশের মুক্তিসংগ্রামের অন্যতম বন্ধু। বাংলাদেশের এই গানবন্ধুর ৯০তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজন করেছে টানা দুই দিনের স্মরণ অনুষ্ঠান। বুধবার সন্ধ্যা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয়এ অনুষ্ঠান। গতকাল সন্ধ্যা ছয়টায় এ আয়োজন উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে বিশেষ অতিথি হিসেবে থাকেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। আজ সমাপনী দিনে অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনা করবেন সংগীতশিল্পী কালিকা প্রসাদ এবং স্বাগত বক্তব্য রাখবেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। ভূপেন হাজারিকার সংগীত দর্শন ও গায়কী বিষয়ে দুই দিনের কর্মশালাও অনুষ্ঠিত হবে এসময়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর