Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫১
বাবার সুযোগ্য কন্যা
শোবিজ ডেস্ক
বাবার সুযোগ্য কন্যা

সোনাক্ষী সিনহা অভিনীত আকিরা ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। এখানে তিনি আকিরা শর্মা নামের এক সাহসী ও প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

এরপর থেকেই প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন এই ‘দাবাং কন্যা’। এখানে সোনাক্ষীর অভিনয় দেখে অনেকে এতই মুগ্ধ হয়েছেন যে, তারা নাকি নিজেদের মেয়েকে কারাতে শেখানোর কথাও ভাবছেন। সোনাক্ষী জানান, শত প্রশংসার ভিড়ে সবচেয়ে মূল্যবান প্রশংসাটি তিনি পেয়েছেন বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহার কাছ থেকে। ৭০ বছর বয়সী এই ভারতীয় অভিনেতা ছবিটি দেখার পর বলেন, ‘বাবা হিসেবে নয়, বরং একজন অভিনেতা হিসেবেই বলছি ২৫০টির বেশি ছবিতে কাজ করেছি। কিন্তু সিনেমায় মারধরের দৃশ্যে অভিনয়ের জন্য সোনাক্ষীর মতো পরিশ্রম আমিও কখনো করিনি। ’

এই পাতার আরো খবর
up-arrow