সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চ্যানেলে চ্যানেলে ঈদ উৎসব

চ্যানেলে চ্যানেলে ঈদ উৎসব

বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। আর ঈদ মানেই চ্যানেলে চ্যানেলে বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রতিটি চ্যানেল ঈদ উপলক্ষে সাজিয়েছে তাদের অনুষ্ঠানের ডালি। বেশির ভাগ চ্যানেলই সাত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সংগীতানুষ্ঠানসহ রয়েছে অন্যান্য আয়োজনও। তবে এত এত অনুষ্ঠানের তালিকা প্রকাশ করা প্রায় অসম্ভব। এরপরও সেখান থেকে নির্বাচিত কতগুলো অনুষ্ঠানের হাইলাইটস তুলে ধরা হলো। ঈদ উদযাপনের সঙ্গে বাড়তি আকর্ষণ হিসেবে অনুষ্ঠানগুলো আপনাদের আনন্দ আরও বাড়িয়ে দেবে বলেই প্রত্যাশা। ঈদ মোবারক।
 

ঈদ ধারাবাহিক

ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে টিভি চ্যানেলগুলো বেশকিছু ধারাবাহিক নাটকের আয়োজন করেছে। এসব নাটক নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা এবং এতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পীরা। শোবিজ বিভাগ ধারাবাহিকগুলো বেছে দর্শকের জন্য নির্বাচন করেছে সেরা তিনটি নাটক। আশা করা যায় দর্শক এ নাটক তিনটি দেখে আনন্দ পাবে—

 

 

টেলিফিল্ম

ঈদের খুশি বাড়িয়ে দিতে টিভি চ্যানেলগুলো বেশকিছু টেলিফিল্ম প্রচার করবে। এসব টেলিফিল্মে উঠে আসবে হাস্যরসাত্মক ও পারিবারিক-সামাজিক নানা চিত্র। নাটকগুলো নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা এবং এতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পীরা। শোবিজ বিভাগ এগুলো বেছে দর্শকের জন্য নির্বাচন করেছে সেরা তিনটি টেলিফিল্ম। আশা করা যায় দর্শক এসব টেলিফিল্ম দেখে আনন্দ পাবে—

 

 

 

সিনেমা

 

ঈদের খুশিতে দর্শকের মন রাঙিয়ে তুলতে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বেশকিছু বাংলা চলচ্চিত্র। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক গল্পের এসব ছবি দেখে দর্শক বিনোদিত হবে। টিভি চ্যানেলগুলোও তাই বেছে সেরা ছবি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। ছবিগুলো দেখে নিঃসন্দেহে দর্শক আনন্দিত হবে—

 

টিভিতে ঈদের গান

 

 

খুশির ঈদে গানে গানে দর্শকের মন মাতাবেন শিল্পীরা। নানা কথা আর স্বাদের গান দেখতে পাবেন দর্শক। হালকা চটুল, রোমান্টিক, পারিবারিক কথামালায় গাথা এসব গানের সুর আর উপস্থাপনা সহজে কাড়বে শ্রোতাদের মন। এসব গান থেকে বাছাই করা হয়েছে এমন কয়েকটির উল্লেখ করা হলো—

 

 

News 24 –  -এর ঈদ আয়োজন

কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় ঈদের বিশেষ আয়োজন ‘ঈদ আনন্দ আড্ডা’। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত রাত ৮টায়। অংশগ্রহণ করেছেন আলী যাকের, সারা যাকের, গাজী মাজহারুল আনোয়ার, দিঠি আনোয়ার, ব্যারিস্টার নাজমুল হুদা, সিগমা হুদা, গোলাম মাওলা রনি, সৈয়দা আশরাফী পাপিয়া, আ স ম আবদুর রব, তানিয়া রব, অভিনেতা ফারুক ও রোজিনা। এ ছাড়া আরও থাকছে সামিয়া রহমানের উপস্থাপনায় বিশেষ আড্ডা ‘যে জলে আগুন জ্বলে’।

 

 

নির্বাচিত তিন

 

 

ঈদ আড্ডা

 

সর্বশেষ খবর