Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:২৫
ঈদের পঞ্চম দিনের আয়োজন
ঈদের পঞ্চম দিনের আয়োজন

টেলিফিল্ম ‘ভালোবাসার বসবাস’। মীর্জা রাকিবের রচনা ও সাদেক সিদ্দিকীর পরিচালনায় এটি প্রচার হবে আজ রাত ১১টা ৫০ মিনিট

এটিএন বাংলায়। অভিনয় করেছেন ইমন, অরিন, আন্না, সাগর, উদয় খান, নেহা, বাবুল আহমেদ, মাহমুদ, সাহেলাসহ আরও অনেকে

 

 

মাসুম শাহরীয়ারের রচনা ও মুসকান সুমিকার পরিচালনায় নাটক  ‘অন্তর্গত’। এটি প্রচার হবে আজ ৭টা ৩৫ মিনিটে দেশ টিভিতে। এতে

অভিনয় করেছেন ওয়াহিদ তারেক, নাদিয়া মিম, নোভেরা রহমান, সাবেরি আলম, কিসলু, শাওন এবং আরও অনেকে

 

মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘গহীন সুন্দরী’ প্রচার হবে আজ বেলা ২টা ১০ মিনিটে বাংলাভিশনে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন তিশা, রওনক হাসান, সমাপ্তি মাসুক, সাইদ বাবু, স্বাধীন খসরু প্রমুখ

 

 

নূর সিদ্দিকীর রচনায় ও রুশো রাকিব পরিচালনায় নাটক ‘বিট লবণ’। এটি প্রচার হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, শবনম ফারিয়া, প্রাণ রায়, মিলন ভট্ট প্রমুখ

 

 

বৃন্দাবন দাসের রচনা ও তাইফুর জাহান আশিকের পরিচালনায় নাটক প্রেমের মরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শায়লা সাবি, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আ খ ম হাসান। নাটকটি প্রচার হবে আরটিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে

 

 

এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘বুলেট প্রুফ ম্যারেজ’। রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সাবিলা নূর, মিশু সাব্বির, মনিরা মিঠু, শরিফুল রাজ, তামিম মৃধা, নীলা, সৌভিক আহমেদ প্রমুখ

এই পাতার আরো খবর
up-arrow