Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০৯
বঙ্গবন্ধুকে নিয়ে সুমীর গান
শোবিজ প্রতিবেদক
বঙ্গবন্ধুকে নিয়ে সুমীর গান

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে গেয়েছেন শবনম সুমী। গানটি ইতিমধ্যে একাত্তর টিভি চ্যানেলে প্রচার ও প্রশংসিত হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন তিনি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার, ধানমন্ডির ৩২ নম্বরের বাসাসহ জাতির জনকের স্মৃতিবিজড়িত নানা স্থানে এই মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়। এটি পরিচালনা করেন নাট্যনির্মাতা জি এম সৈকত। গানের কথা ও সুর শিল্পী শবনমের। শিল্পী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতি হিসেবে আমাদের গর্ব বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। শিগগিরই এটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করব।

এই পাতার আরো খবর
up-arrow