Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৭
নিরবের ‘বালা’ শুরু
শোবিজ প্রতিবেদক
নিরবের ‘বালা’ শুরু

বলিউডের ছবিতে নিরব নাম লিখিয়েছেন এটা পুরনো খবর। নতুন খবর হলো গতকাল বিকালে সেই ছবির শুটিং করতে ব্যাঙ্গালোর গেছেন এই অভিনেতা। দু-একদিন বিশ্রামের পর টানা শুটিং হবে সেখানে। প্রায় এক মাস ক্যামেরার সামনে কাজ করবেন নিরব।

বাংলাদেশ প্রতিদিনকে নিরব বলেন, পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন দু-একটা দিন সেখানে অবস্থান করে সবার সঙ্গে খাপ খাইয়ে নিতে। এরপর শুরু হবে টানা শুটিং।

জানা গেছে, দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে শুটিং হবে ফয়সাল সাইফের পরিচালনায় ‘বালা’ ছবিটির। অভিনেত্রী কবিতা রাধেশ্যামের সঙ্গে এতে আরও অভিনয় করবেন পাকিস্তানের মীরা খান।

অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তারকাদের সম্মিলন ঘটতে যাচ্ছে এ ছবিতে। উল্লেখ্য, একইসঙ্গে তিনটি ক্যামেরায় বন্দী করা হবে ছবিটির শুটিং।

এই পাতার আরো খবর
up-arrow