Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৭
ফের আলোচনায় কিম কার্দেশিয়ান
শোবিজ ডেস্ক

বেশি দিন তিনি চর্চার বাইরে থাকা পছন্দ করেন না। কখনো অন্তঃসত্ত্বা অবস্থায় নগ্ন ছবি পোস্ট, তো কখনো বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল।

সন্তানের জন্ম দেওয়ার পর বেশ কয়েক মাস খবরে ছিলেন না মার্কিন টিভি স্টার কিম কার্দেশিয়ান। তাই যখন এলেন, বেশ আলোড়ন ফেলেই। এবার পাপারাজিদের নজরে ছিল কিমের পোশাক। নামেই পোশাক। ওই স্বচ্ছ পোশাকটি এতটাই ডিপ নেক যে, কিমের বক্ষও ছিল প্রায় অনাবৃত।

এই পাতার আরো খবর
up-arrow