বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতে ‘সম্রাট’ ও ‘অনিল বাগচীর একদিন’

শোবিজ প্রতিবেদক

ভারতে ‘সম্রাট’ ও ‘অনিল বাগচীর একদিন’

বিনিময় নীতিমালার অধীনে ভারতে রপ্তানির অনুমতি পেয়েছে ‘সম্রাট’ ও ‘অনিল বাগচীর একদিন’ ছবি দুটি। গতকাল তথ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভায় অনুমতি  দেওয়া হয় ছবি দুটির রপ্তানিকারক প্রতিষ্ঠানকে।

অতিরিক্ত তথ্য সচিব শাহজাদী আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফডিসির এমডি, সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, মন্ত্রণালয় ও চলচ্চিত্র সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আরাধনা ফিল্মসের পক্ষ থেকে ৬টি ছবি রপ্তানির অনুমতি চাওয়া হলে তা বাতিল করে দেওয়া হয়। এর কারণ এই প্রতিষ্ঠানটি এর আগে মন্ত্রণালয়ের দেওয়া অবশ্যই পালনযোগ্য শর্ত পূরণ করেনি। কলকাতায় রপ্তানিকৃত আরাধনার ‘রাজা ৪২০’ ছবিটি এখনো সেদেশে মুক্তি পায়নি। শাকিব খান অভিনীত ‘সম্রাট’ ছবিটি রপ্তানি করছে খান ব্রাদার্স এবং বেঙ্গলের ছবি হলো ‘অনিল বাগচীর একদিন’। এই প্রতিষ্ঠান দুটিকে ছবি দুটি রপ্তানির অনুমতি দিলেও আমদানির অনুমতি দেওয়া হয়নি। প্রেরিত ছবি দুটি ভারতে মুক্তি পাওয়ার পরই তারা ছবি আনতে পারবে বলে জানায় মন্ত্রণালয়।

সর্বশেষ খবর