Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২৭
দাবাড়ুগাগা
শোবিজ ডেস্ক

দাবা খেলতে ভালোবাসেন মার্কিন গায়িকা লেডি গাগা। সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তাই দাবাড়ু পুরুষই তার প্রথম পছন্দ।

দাবার বোর্ডে সঠিক চাল দিতে পারা পুরুষের সঙ্গেই প্রেম করতে চান তিনি। গাগা বলেছেন, ‘দাবা খেলতে আমার খুব ভালো লাগে। দারুণ মজার একটা খেলা। ’ গত সপ্তাহে প্রকাশিত হয়েছে লেডি গাগার নতুন অ্যালবাম ‘জোয়ান’-এর মূল গানটি। সম্প্রতি অ্যালবামটির মোড়কের ছবিও প্রকাশ করেছেন এই পপ গায়িকা। অ্যালবামটির নাম তিনি রেখেছেন নিজের প্রয়াত ফুফুর নামে। ১৯৭৪ সালে মাত্র ১৯ বছর বয়সে মারা গিয়েছিলেন সেই ফুফু। গাগার বাবার থেকেও কম বয়সী ওই ফুফুর মৃত্যুর শোক আজও কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। তবে তার মৃত্যু নতুন করে পুরো পরিবারকে একাত্ম করেছিল।

up-arrow