Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৪
ফিরলেন নুসরাত ফারিয়া
শোবিজ প্রতিবেদক
ফিরলেন নুসরাত ফারিয়া

বেশ কদিন অসুস্থ থাকার পর শুটিংয়ে ফিরেছেন নুসরাত ফারিয়া। পুবাইলের একটি শুটিং হাউসে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং করছেন তিনি। গতকাল থেকে ছবির শেষ লটের কাজ শুরু হয়েছে বলে জানান ফারিয়া। এতে নুসরাত ফারিয়া অভিনয় করছেন মারিয়া চরিত্রে। মারিয়া লন্ডনে বসবাসরত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নুসরাত ফারিয়া বলেন, এর আগে তিনটি ছবিতে অভিনয় করেছি। তিনটিই দেশের বাইরের পরিচালক এবং আমার বিপরীতে দেশের বাইরের নায়ক ছিলেন। এবারই প্রথম দেশের নির্মাতা ও নায়কের সঙ্গে কাজ করছি। শুভর সঙ্গে এর আগে আমি একটি বিজ্ঞাপনে কাজ করেছি। ছবিতে এবারই প্রথম। আমাদের দুজনের রসায়ন দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে বলেই মনে করছি। কাজ করে খুব ভালো লাগছে। জাকির হোসেন রাজু বড় মাপের একজন নির্মাতা।

‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। নুসরাত ফারিয়া অভিনীত প্রথম সিনেমা ছিল ‘আশিকি’। এরপর তিনি ‘হিরো ৪২০’ ও ‘বাদশা’ সিনেমাতে অভিনয় করেন। এর মধ্যে ‘বাদশা’ ছবিটি বেশি দর্শকপ্রিয়তা পায়। এতে তার বিপরীতে ছিলেন জিৎ।

এই পাতার আরো খবর
up-arrow