Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৪
সোনমের ক্ষোভ
শোবিজ ডেস্ক

অনিল কাপুরের জন্যই নাকি অনেক সিনেমায় কাজ করার সুযোগ পাননি সোনম কাপুর। এমনকি মায়ের কারণেও নাকি কোনো কোনো পরিচালক তাকে কাজে নেন না।

এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন অনিলকন্যা সোনম কাপুর।

সোনম বলেন, ‘বাবার বন্ধু, তাই আমার সঙ্গে কীভাবে রোম্যান্স করবেন, সেটা ভেবে ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাতে আমার সঙ্গে কাজ করতে চাননি সালমান। শুধু ‘বজরঙ্গি ভাইজান’ নন, মায়ের বান্ধবী হওয়ায় সোনম কাপুরকে নিজের সিনেমায় অভিনয়ের এখনো অবধি সুযোগ দেননি ফারাহ খান।

অনেকেই ভাবেন সোনম কাপুর, আলিয়া ভাট কিংবা শ্রদ্ধা কাপুররা সহজেই সিনেমায় কাজ পেয়েছেন। সাক্ষাৎকারে তাদেরও একহাত নেন সোনম। তিনি বলেন, ‘বিখ্যাত বাবা-মায়ের সন্তান না হয়েও দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। আর আমি কখনো কোনো ব্যাপারে বাবার সাহায্য নিতে চাইনি। এমনও দিন গেছে, যখন বাবা এই ব্যাপারটি নিয়ে রাগ করেছেন। ’

এই পাতার আরো খবর
up-arrow