Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২১
মাদাম তুসোতে আলাদা হলো ব্র্যাঞ্জেলিনার মূর্তি
শোবিজ ডেস্ক
মাদাম তুসোতে আলাদা হলো ব্র্যাঞ্জেলিনার মূর্তি

হলিউডের ব্র্যাঞ্জেলিনা জুটিকে মনে করা হতো অবিচ্ছেদ্য। আর এই কথার পেছনে অনেক কারণও আছে।

হলিউডে যেখানে মাস ঘুরতেই সম্পর্ক ভাঙে সেখানে তারা একসঙ্গে এক যুগের বেশি সময় কাটিয়ে দিয়েছেন। তাই বাকি সময়টাও যে তাদের সুখে কাটবে সে ব্যাপারে কারোই খুব একটা সন্দেহ ছিল না।

তাই লন্ডনের মাদাম তুসো কর্তৃপক্ষও নিজেদের বানানো ব্র্যাডপিট ও অ্যাঞ্জেলিনা জোলির মূর্তি দুটিকেও একসঙ্গেই রেখেছিল। একেবারে যেন মানিকজোড়। কিন্তু দুজনের বিচ্ছেদের খবর শুনে অন্য সবার মতো তারাও বিস্মিত হয়েছেন। বিচ্ছেদের খবর প্রকাশের ২৪ ঘণ্টা না ঘুরতেই ব্র্যাঞ্জেলিনাকেও আলাদা করেছেন তারা। আর এই খবরটি যখন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তখন তাদের ভক্তদের মধ্যে জন্ম নিয়েছে নানা প্রশ্ন।

বুধবার কর্তৃপক্ষ জানায়, ২০১৩ সালে মাদাম তুসোতে এ দম্পতির মূর্তি স্থান পায়। এখন এগুলোকে ‘সম্মান দূরত্বে’ রাখা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow