Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৫৬
ঐশ্বরিয়ার জীবনে টানাপড়েন
শোবিজ ডেস্ক
ঐশ্বরিয়ার জীবনে টানাপড়েন

ভালো নেই সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। আর এবার সমস্যাটা শুধু বাইরে নয়। ছড়িয়ে পড়েছে নিজের সংসারেও। ঘটনার সূত্রপাত সম্প্রতি প্রকাশিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজারে ঐশ্বরিয়ার একটি চুম্বনের দৃশ্য নিয়ে। বলিউডের ছবিগুলোর প্রশংসা শুরু হয় টিজার থেকে। বড় বড় তারকার কাছ থেকে প্রশংসিত হওয়ার পর ছবিগুলো নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। সে রকমই একটি ছবি করন জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সম্প্রতি প্রকাশিত এ ছবির টিজারে ঐশ্বরিয়ার চুম্বন দৃশ্য দেখে ভক্তরা অবাক হলেও বেশ প্রশংসা করেছেন শাহরুখ খান এবং আমির খান। শুধু দুই খানই নন, টুইট করে টিজারটির প্রশংসা করেছেন বলিউডের অনেক তারকা। কিন্তু এত প্রশংসার মাঝেও বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবনে এ টিজারকে কেন্দ্র করে শুরু হয়েছে টানাপড়েন। নতুন সংকট তৈরি করেছে রণবীর কাপুর-ঐশ্বরিয়া রাইয়ের এ ঘনিষ্ঠ দৃশ্য। অশান্তি ক্রমেই বেড়ে চলেছে বচ্চন বাড়ির অন্দর মহলেও। জানা গেছে, অ্যাশকে এভাবে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে খুবই বিরক্ত অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। শুধু বিরক্ত হয়েই ক্ষান্ত নন বচ্চন পরিবার। নিন্দার বাণীও ছুড়ে দিয়েছেন ঐশ্বরিয়ার দিকে। এমনকি, ছবির পরিচালকের ওপরেও চটেছেন তারা। এভাবে অন্তরঙ্গ হয়ে ক্যামেরার সামনে পুত্রবধূকে উপস্থাপনা করার বিষয়টি অমিতাভ তো কোনোভাবেই মানতে পারছেন না। অ্যাশের ওপর মারাত্মক চটে থাকলেও শুরুতে মৌখিকভাবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি পরিবারের কেউই। এ ঘটনার পর স্ত্রীর সঙ্গে ক্যামেরার সামনে আসতে বার বার অনীহা দেখিয়েছেন অভিষেক বচ্চন। এড়িয়ে চলেছেন স্ত্রীকে। অ্যাশকে এতটা সাহসী দেখে দর্শকও যেমন চমকে গেছেন তেমনই স্তম্ভিত ছিলেন বচ্চন পরিবারও। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ঐশ্বরিয়া ও রণবীর কাপুরের প্রেমের রসায়ন।

এই পাতার আরো খবর
up-arrow