Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩০
‘স্টাইল নিনজা’ রূপে আলিয়া ভাট
শোবিজ ডেস্ক

বলিউডের কিউট নতুন নায়িকাদের মধ্যে আলিয়া ভাটের অবস্থান ওপরের দিকে। এ পর্যন্ত যতগুলো সিনেমায় কাজ করেছেন সবই প্রায় হিট। তার ফ্যাশনসচেতনতাও সবাইকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি অনলাইনে আলিয়া ভাটের ফ্যাশনেবল নানা ছবি ছড়িয়ে পড়েছে। এগুলোতে আলিয়ার আকর্ষণীয় রূপ ফুটে উঠেছে।

আলিয়া ভাটকে ছবিতে যে লুকে দেখা যাচ্ছে, তাকে স্টাইল নিনজা বলা যায়। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে যে ছবিগুলো শেয়ার করেছেন তাতেও এ লুকে দেখা গেছে। এতে তিনি সিনথিয়া রৌলির লেস জাম্পসুট পরেছেন। ঝলক দিখলা যা সেটে ভিজিট করার সময় এ পোশাকটিই তিনি বেছে নিয়েছিলেন। মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র মধ্য দিয়ে আলোচনায় আসেন। আলিয়া সিনে জগতে আসার আগে কেমন ছিলেন হয়তো তার ভক্তরা জানতে চান। আলিয়া ভাটের রুপালি পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়। তানুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ নাট্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনয় শুরু করেন।

এই পাতার আরো খবর
up-arrow