Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৬
তিশমার নতুন ইংরেজি গান
শোবিজ প্রতিবেদক
তিশমার নতুন ইংরেজি গান

অনেকটা সময় ধরে বাজারে নতুন কোনো গান আসছে না জনপ্রিয় পপ তারকা তিশমার। কারণ, বর্তমানে তিনি ব্যস্ত পড়াশোনা ও স্টেজ শো নিয়ে।

পাশাপাশি নিজের স্টুডিওতে কাজ করে যাচ্ছেন নিয়মিত। আর তিশমা ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে এরই মধ্যে একটি ইংরেজি গানের কাজ শেষ করেছেন তিনি। গানটির নাম ‘ওয়েটিং ফর ইউ’। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিশমা নিজেই। এটি মূলত তিশমার ২০১৩ সালে প্রকাশিত ‘হিম হিম বাতাসে’ গানটির ইংরেজি ভার্সন। এরই মধ্যে ভিন্ন আয়োজনে এ গানটির ভিডিও নির্মাণ শেষ হয়েছে। খুব শিগগির এটি প্রকাশ হবে বলে জানিয়েছেন এ পপ তারকা। এ বিষয়ে তিশমা বলেন, অনেক দিন ধরেই ভক্ত-শ্রোতারা নতুন গান ও ভিডিওর কথা বলে আসছেন।

কিন্তু আমি আমার অন্য সব কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো নতুন গান শেষ করতে পারিনি।

তা ছাড়া বেশ কিছু শোও ছিল। এ কারণেই নতুন গানে মনোযোগ দিতে পারিনি।

তবে এবার নতুন একটি গান করলাম। গানটির নাম ‘ওয়েটিং ফর ইউ’।

খুব শিগগিরই এটি ভিডিওসহ প্রকাশ করব। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। এদিকে বর্তমানে নতুন অনেক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিশমা।

বিভিন্ন ধরনের গান করছেন। আগামী বছরের শুরুর দিকে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিশমা।

up-arrow