Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৪
সাংবাদিকতায় মিম
শোবিজ প্রতিবেদক
সাংবাদিকতায় মিম

এবার সাংবাদিকতায় নাম লেখালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই পেশা নাকি তার খুব প্রিয়।

না বাস্তবে নয়, বড় পর্দায়। সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির শিরোনাম ‘পাষাণ’। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক ওম। গতকাল থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। মিম বলেন, সাংবাদিকতা পেশা আমার খুব প্রিয়। এখন তো আর এই পেশায় যুক্ত হতে পারব না। অভিনেত্রী হিসেবে ব্যস্ত সময় পার করছি। তাই পর্দায় হলেও এই চরিত্রে অভিনয় করতে পারছি বলে খুব ভালো লাগছে। আশা করি আমার দর্শক-ভক্তরাও আমাকে এই চরিত্রে ছবিতে দেখতে পছন্দ করবেন। ‘পাষাণ’ মিমের বড় পর্দার ক্যারিয়ারে ১০ নম্বর ছবি।

up-arrow