Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
প্রকাশ : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৫
বাপ্পার গানে ফের প্রসূন
শোবিজ প্রতিবেদক
বাপ্পার গানে ফের প্রসূন

বাপ্পা মজুমদারের গাওয়া ‘জানালার গ্লাস’ গানের ভিডিওতে সম্প্রতি মডেল হন অভিনেত্রী প্রসূন আজাদ। এটি বেশ প্রশংসিত হয়।

এবার বাপ্পার ‘একটা ছায়া’ গানের ভিডিওতে তার সঙ্গে মডেল হলেন এই ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী। ১১ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত হয় মিউজিক ভিডিওটি। মাস মাসুমের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা। ‘জানালার গ্লাস’ গানের ভিডিওতে বাপ্পাকে দেখা গেছে একজন অভিনেতা হিসেবে। তবে ‘একটা ছায়া’য় তিনি সংগীতশিল্পী হিসেবেই আছেন। আর প্রসূনের উপস্থিতি ঝলমলে তরুণীর চরিত্রে।

এই পাতার আরো খবর
up-arrow