Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৭
বাংলাদেশি ছবিতে অভিনয়ের ইচ্ছা আছে : সাবর্ণী
শোবিজ প্রতিবেদক
বাংলাদেশি ছবিতে অভিনয়ের ইচ্ছা আছে : সাবর্ণী

কলকাতার মেয়ে সাবর্ণী। মিডিয়াতে যাত্রা শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে। সময়টা তখন ২০১১। বছর ঘুরতে না ঘুরতে ২০১২ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক ‘টাপুর টুপুর’-এ অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ছোট পর্দায় জনপ্রিয়তার পর বড় পর্দায় ‘সুপার হিট’ শিরোনামের ছবিটি আরও এক ধাপ এগিয়ে নেয় তার পরিচিতি। পাশাপাশি ‘মেড’ শিরোনামের ছবিটিতে অভিনয়ের মধ্য দিয়ে কুড়িয়ে নেন অনেক দর্শকদের মন। মিডিয়ার সব রাস্তাই যেন তার পথচলা। এরই মধ্যে কয়েক ডজন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। কলকাতা শহরে অধিকাংশ বিলবোর্ডে জায়গা করে নিয়েছেন সাবর্ণী। সম্প্রতি ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আমি বাংলাদেশে এসেছি দুইবার। প্রথমবার আসা হয় বলিউড অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে। আর একবার এসেছি একটি ফটোশুটের জন্য। বর্তমানে আমি ব্যস্ত আছি ভেঙ্কটেশের একটি ছবি নিয়ে। কিন্তু এ বিষয়ে এখনই আমি কিছু বলতে চাচ্ছি না।’ বাংলাদেশের ছবিতে কাজ করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘কেন নয়, আমি বাংলাদেশের বেশ কিছু সিনেমা দেখেছি। আমার ভালো লেগেছে। যদি ভালো গল্প হয় আমি অবশ্যই অভিনয় করব।

এই পাতার আরো খবর
up-arrow