Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৯
উচ্ছ্বসিত পরিণীতি
শোবিজ ডেস্ক
উচ্ছ্বসিত পরিণীতি

পরিণীতি চোপড়া কিছুটা ভীত, আবার একই সঙ্গে তিনি ভীষণ উচ্ছ্বসিতও। বলিউড আঙ্গিনায় পা রাখার পর এমন অনুভূতি বোধ করি তার খুব কমই হয়েছে। এই প্রথম তিনি ইরফান খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। এত বড় মাপের একজন অভিনেতার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।

পরিণীতির ভাষায়, ‘আমার একটু একটু ভয় করছে। তবে একই সঙ্গে আমি দারুণ উচ্ছ্বসিত। কারণ, ইরফান খান একজন আন্তর্জাতিক মানের তারকা। তিনি তার অভিনয় পতিভা দিয়ে সবার কাছে পরিচিত। তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো ও অভিনয় করতে পারাটা অবশ্যই আনন্দের ব্যাপার।’ হোমি আদাজানিয়া পরিচালিত এ ছবির কর্মশালা শুরু হবে আগামী নভেম্ব্বরে। ছবিটির নাম ‘তাকাদুম’। পরিণীতির অতি উচ্ছ্বাসের আরও একটি কারণ আছে। এ ছবিতে সুশান্ত সিং রাজপুতও থাকছেন।

এই পাতার আরো খবর
up-arrow