Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৯
সুস্মিতার বাড়িতে মশার চাষ!
শোবিজ ডেস্ক

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বাড়িতে নাকি মশার চাষ হচ্ছে। এ জন্যই ভারতের মিউনিসিপাল করপোরেশন অব গ্রেটার মুম্বাই নোটিস পাঠিয়েছে সাবেক এ বিশ্ব সুন্দরীকে। মহারাষ্ট্রের মুম্বাইয়ের খার এলাকায় বিলাসবহুল বাড়ি সুস্মিতা সেনের। সম্প্রতি সেখানে বৃহৎ মুম্বাই সিটি করপোরেশন কর্তৃপক্ষ মশা নিধন কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শনে যায়। তারা সুস্মিতার বাড়ির কিছু স্থানে মশার প্রজননক্ষেত্র আবিষ্কার করে। এর পরপরই সেই প্রজননক্ষেত্র ধ্বংস ও বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নোটিস পাঠায় অভিনেত্রীর কাছে। 

এই পাতার আরো খবর
up-arrow