Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৯
আলোচনায় আমিশা
শোবিজ ডেস্ক

ক্যারিয়ারের শুরু হয়েছিল ব্লকবাস্টার হিট ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ দিয়ে। তার পরে একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও তার মধ্যে খুব কম ছবিই হিট হয়েছিল। এর মধ্যে ‘গদর : এক প্রেমকথা’, ‘হামরাজ’ ছবিগুলো বক্স অফিসে সাফল্য পেলেও দর্শক তাকে মনে রেখেছে ‘কহো না প্যায়ার হ্যায়’-এর জন্যই। সম্প্রতি তিনি আলোচনায় ওঠে এসেছিলেন ‘মহেঞ্জো দারো’ ছবির অভিনেত্রী পূজা হেগড়েকে দোষারোপ করে। তিনি বলেছিলেন ‘মহেঞ্জো দারো’ ছবিটি ফ্লপ হওয়ার পিছনে দায়ী নাকি পূজাই। আমিশা নিজে অভিনয় করলে নাকি এরকমটা হতোই না। তবে পাবলিসিটি স্টান্টের সব চেষ্টা বিফলে গেলেও হাল ছাড়াননি এই অভিনেত্রী। সম্প্রতি, বাথরুমে নিজের স্নানের অর্ধনগ্ন ছবি তুলে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন আমিশা। পরনে তার কালো ও সোনা-রঙা করসেট এবং হট শর্টস।

এই পাতার আরো খবর
up-arrow