শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নয় বছর পর কুমার বিশ্বজিৎ

শোবিজ প্রতিবেদক

নয় বছর পর কুমার বিশ্বজিৎ

দীর্ঘ নয় বছর পর আবারও রবীন্দ্রসংগীত গাইলেন কুমার বিশ্বজিৎ। ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’। গত বুধবার রাজধানীর উত্তরায় কুমার বিশ্বজিতের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। তবে অস্ট্রেলিয়ায় শো করার সময় তিনি আশিকুর রহমানের নির্দেশনায় এই গানটির মিউজিক ভিডিও সম্পন্ন করেন। এর আগে ‘আমি চিনি গো চিনি তোমারে’ গানটির প্রাথমিক রেকর্ডিং করা হয় ভিডিওর জন্য। তা দিয়েই ভিডিওটি নির্মাণ করা হয়। এরই মধ্যে বুধবার রেকর্ড করা গানটি অস্ট্রেলিয়ায় আশিকের কাছে পাঠিয়ে দিয়েছেন বিশ্বজিৎ। শিগগিরই এর কাজ শেষ করে ভিডিওটি পূজা উপলক্ষে ইউটিউবে আপলোড করবেন কুমার বিশ্বজিৎ। পাশাপাশি পূজাতে বিভিন্ন চ্যানেলেও প্রচার হবে এটি। কুমার বিশ্বজিৎ বলেন, ‘নতুন মিউজিক ভিডিওটি বেশ যত্ন নিয়ে আশিক নির্মাণ করেছে। অস্ট্রেলিয়ার মনোরম পরিবেশে ভিডিওটিতে আমার সঙ্গে আছেন গীটারিস্ট ইফতি। আমি খুব আশাবাদী গানটি নিয়ে। জানি না কেমন গেয়েছি। তবে আশা করি ভালো লাগবে শ্রোতা-দর্শকের।’ বিশ্বজিৎ জানান গানটির সংগীতায়োজন করেছেন তিনি নিজেই। ২০০৭ সালে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘নষ্ট নীড়’ নাটকে প্রথম রবীন্দ্রসংগীত গান। তখন তিনি ‘আমার বেলা যে যায় সাজ বেলাতে’ গানটি গেয়েছিলেন। গানটিতে লিপসিং করেছিলেন শোয়েব।

এদিকে, একমাসে তিনটি মহাদেশ আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ায় ছয়টি শো করা শেষে গত মঙ্গলবার ঢাকায় ফিরেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। সংক্ষিপ্ত সময়ে তিনটি মহাদেশে ছয়টি শো করা তার জীবনের স্মরণীয় ঘটনা বলেই অভিহিত করেছেন কুমার বিশ্বজিৎ। এর আগে এই আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় ভিন্ন ভিন্ন সময়ে শো করলেও মাত্র একমাসে এই তিনটি মহাদেশে ছয়টি শো তার সংগীত জীবনের রেকর্ড হিসেবেও বিবেচনা করেন তিনি। কুমার বিশ্বজিৎ এই শোগুলোতে নতুন প্রজন্মের শ্রোতাদের তার গানের দিকে আনতে পেরেছেন বলেও জানান। নতুন প্রজন্মের শ্রোতারা তার গান বেশ আগ্রহ নিয়েই উপভোগ করেন। শুধু তাই নয়, তারা কুমার বিশ্বজিৎকে তার গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান গাওয়ার অনুরোধের পাশাপাশি সম্প্রতি বাজারে আসা মিউজিক্যাল মুভি ‘সারাংশে তুমি’র ‘সাম্পানে বাঁধিবো ঘর’ ও ‘সুযোগ পেলে’ গান দুটি গাওয়ার জন্যও বিশেষ অনুরোধ আসে। আর এ কারণে এ সময়ে দেশে ফিরে মিডিয়ার কাছে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর