Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৮
নতুন রূপে ঐশ্বরিয়া
শোবিজ ডেস্ক
নতুন রূপে ঐশ্বরিয়া

বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রায় মাতৃত্বসহ নানা কারণে বেশ কিছুদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। তবে এবার তিনি আবার নতুন করে বলিউডে মহাসমারোহে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার নতুন চলচ্চিত্র ‘আয়ে দিল হেই মাসকির’ (এডিএইচএম)  জন্য এ নতুন রূপে সেজেছেন ঐশ্বরিয়া। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি আগের চেয়েও ভালোভাবে বলিউডে দারুণভাবে ফিরে আসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ঐশ্বরিয়া। আর এজন্য ভক্তদের উদ্দেশ্যে নিজের বেশ কিছু আকর্ষণীয় ছবি অনলাইনে পোস্ট করেছেন তিনি। নতুন ছবিগুলোতে দারুণ রূপে দেখা যাচ্ছে ঐশ্বরিয়াকে। এগুলো দেখে অনেক ভক্তই বলছেন, আগে কখনো ঐশ্বরিয়াকে এ রূপে দেখা যায়নি। ঐশ্বরিয়ার সাম্প্রতিক এ ছবিগুলো প্রকাশ করার উদ্দেশ্য তার আসন্ন চলচ্চিত্র ‘আয়ে দিল হেই মাসকি’র (এডিএইচএম) প্রচারণা। লেদার ও ফার কোট ও জ্যাকেট পরা কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন। এগুলোতে শীতকালীন ফ্যাশনের দিকটি উঠে এসেছে। এছাড়া তার আরেকটি ছবিতে বুটলেগ জিন্স ও ব্লক হিল পরা অবস্থায় দেখা গেছে। ঐশ্বরিয়ার নতুন ছবি দেখে অনেকেই মন্তব্য করছেন, তিনি যেন তার বর্তমান বয়সকে ১০ বছর কমিয়ে ফেলেছেন। অনলাইনে নতুন ছবিগুলো পোস্ট করার পর বহু মানুষই তার নতুন লুক নিয়ে আলোচনা করছেন। এখন দেখার বিষয় তার নতুন চলচ্চিত্রটি কতটা জনপ্রিয়তা পায়।

এই পাতার আরো খবর
up-arrow