Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৯
সাড়া পেল ‘বয়স ষোলতে প্রেম’
শোবিজ প্রতিবেদক
সাড়া পেল ‘বয়স ষোলতে প্রেম’
‘রং ঢং’ ছবির গানের একটি দৃশ্য

তরুণ নির্মাতা আহসান সারোয়ার পরিচালিত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘আমরা করবো জয়’। এবার ব্ল্যাকশাইন প্রোডাকশন হাউস থেকে তিনি নতুন একটি ছবি নির্মাণ করছেন। ছবির নাম ‘রং ঢং’। পানাম সিটিতে এ ছবির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ছবির জন্য সম্প্রতি ‘বয়স ষোলতে প্রেম’ শিরোনামের একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানটি দৃশ্য ধারণের পর ইউটিউবে ২৪ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। পিঙ্কু আদির কণ্ঠে ও মাহমুদুল হাসান রোমান্সের সংগীতায়োজনে এ গানটির কথা লিখেছেন আহসান সারোয়ার ও ধীমান রহমান। ছবির এ গানটি প্রকাশের পর পরিচালক আহসান সারোয়ার বলেন, এ ছবিতে গল্পের প্রয়োজনে এ গানটি উপস্থাপনা করা হয়েছে। ছটফটানো মন, ব্যাকুল অনুভূতি ও দুষ্টু মিষ্টি প্রেম প্রেম খেলার পরিপূর্ণ বয়স ১৬-এর সময়টুকু। এই সব চাঞ্চল্যকর অনুভূতিকে ঘিরে নির্মাণ করা হয়েছে গানটি। আশা করি ভালো লাগবে।

এই পাতার আরো খবর
up-arrow