রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইত্যাদির পুনঃপ্রচার আজ

শোবিজ প্রতিবেদক

ইত্যাদির পুনঃপ্রচার আজ

আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে পাহাড়-নদী-লেক আর ঝরনাঘেরা পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদির প্রশংসিত এ পর্বটি রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিজিবি সেক্টর হেড কোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী-পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে ধারণ করা হয়। বিষয়বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এ পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর।

জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো...’ গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং রাঙামাটির চমচমি দেওয়ান। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর