রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উড়িষ্যার ঘটনা নিয়ে শর্টফিল্ম

শোবিজ প্রতিবেদক

উড়িষ্যার ঘটনা নিয়ে শর্টফিল্ম

‘দানা মাঝি’ শর্টফিল্মের একটি দৃশ্য

স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১৬ কিলোমিটার হেঁটে যাওয়া উড়িষ্যার সেই আলোচিত ঘটনা নিয়ে নির্মিত হয়েছে শর্টফিল্ম। কালাহান্ডির আদিবাসী সম্প্রদায়ের মানুষটির এ ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব। শর্টফিল্মের শিরোনাম ‘দানা মাঝি’। এটি পরিচালনা করেছেন বাবুল হৃদয়।

সম্প্রতি গাজীপুরের পোড়াবাড়ির মনোরম লোকেশনে এর চিত্র ধারণ করা হয়েছে। ‘দানা মাঝি’ সম্পর্কে পরিচালক বলেন, গত ২৫ আগস্ট উড়িষ্যার এ ঘটনা বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়েছিল। 

আশা করি, দর্শক হৃদয়ে দানা মাঝি নাড়া দেবে। দানা মাঝির নাম ভূমিকায় অভিনয় করেছেন তারেক ইসলাম। তিনি বলেন, মরার পরেও স্ত্রীর প্রতি স্বামীর যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং টান—এটি গরিব দানা মাঝির চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আশা করি, বিশ্ব বিবেককে নাড়া দেবে এই ফিল্মটি। এতে আরও অভিনয় করেছেন—লাকি আক্তার, ফাহমিদা ফ্লোরা, শেখ লিমন, লতিফুর রহমান, নাজমুল, সুমন চৌধুরী, জাহাঙ্গীর, নবী, রুবেল. রত্না, হাফিজ উদ্দীন নবীনসহ অনেকে।

দেশি-বিদেশি টিভি চ্যানেলে প্রচারসহ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে ‘দানা মাঝি’।

সর্বশেষ খবর