Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:২৭
ঐশ্বরিয়ার শর্ত
শোবিজ ডেস্ক
ঐশ্বরিয়ার শর্ত

১৬ অক্টোবর ফের ছোট পর্দা কাঁপাতে আসছে সালমানের বিগ বস। তার ঠিক ১২ দিন পর ২৮ অক্টোবর বড় পর্দায় আসছে ঐশ্বরিয়ার ধামাকা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সবাই মনে করছেন বিগ বসের মঞ্চে হয়তো প্রমোশনে যাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিম। তবে বি-টাউনের গুজব ভাইজানের শো-তে হয়তো দেখা যাবে করন জোহর আর আনুশকা শর্মাকে। কারণ রণবীরের সঙ্গে সালমানের সম্পর্ক যে খুব একটা মাখোমাখো নয়, তা সবারই জানা। অন্যদিকে ভাইজানের সঙ্গে বচ্চন বহুর সম্পর্কও যে রকম আদায় কাঁচকলায় তাতে জনপ্রিয় এই টিভি শো-তে রণবীর এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

তবে ছোট পর্দা শেয়ার করে বোধহয় ছুঁচো মেরে হাত নোংরা করতে চাইছেন না কেউই। শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বড় পর্দায় একসঙ্গে মুখ দেখাবেন সালমান খান আর ঐশ্বরিয়া রাই বচ্চন।

উল্লেখ্য, বহুদিনের সম্পর্কের বরফ গলিয়ে এবার নাকি পুরনো প্রেমিকের সঙ্গে ফের কাজ করতে রাজি হয়েছেন রাই সুন্দরী। শুধু তাই নয়, পুরনো তিক্ততার কথাও নাকি ভুলে যেতে চান তিনি। তবে শর্ত একটাই, ছবির চিত্রনাট্য আর পরিচালনা হতে হবে একস্ট্রা-অর্ডিনারি।

এই পাতার আরো খবর
up-arrow