মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আয়নাবাজি নিয়ে চট্টগ্রামে ধূম্রজাল

শোবিজ প্রতিবেদক

আয়নাবাজি নিয়ে চট্টগ্রামে ধূম্রজাল

চট্টগ্রামে ‘আয়নাবাজি’ ছবির মুক্তি নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ছবির প্রযোজকের কথায় সিনেমা হল মালিকদের অসহযোগিতার কারণে সেখানে ছবিটি মুক্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আর সিনেমা হল মালিকরা বলছেন, ছবিটি নিয়মনীতি মেনে প্রদর্শন করতে চাই। ছবির প্রযোজক নতুন শর্তজুড়ে দেওয়ায় বিপাকে পড়েছি।

ছবির প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, চট্টগ্রামে ‘আয়নাবাজি’ মুক্তি নিয়ে জটিলতা তৈরি করেছে স্থানীয় সিনেমা হল মালিকরা। আলমাস হল মালিক নিয়ম পরিপন্থি প্রস্তাব দেয় যা মেনে নেইনি।

আলমাস সিনেমার মালিক আবদুল কাদের বলেন, সিনেমা হলে ছবি প্রদর্শনে যে নিয়ম চালু আছে এবং দীর্ঘদিন ধরে যে নিয়মে ছবি প্রদর্শন হচ্ছে সে অনুযায়ী তাদের ছবি আমরা প্রদর্শন করতে আগ্রহী। কিন্তু তারা বলছেন প্রদর্শনে যে অর্থ আয় হবে তার অর্ধেক তাদের দিয়ে দিতে হবে। এমন কোনো নিয়ম দেশে নেই। তা ছাড়া তারা সিনেমা হলের পাশাপাশি কিছু থিয়েটার হলেও ছবিটি চালাতে চাইছে। এটি সম্পূর্ণ বেআইনি। সব মিলিয়ে তাদের সঙ্গে এখনো আলাপ চলছে। আলোচনা ফলপ্রসূ হলে অবশ্যই ছবিটি আমরা প্রদর্শন করব।

সর্বশেষ খবর