Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:২৯
জোলির হয়ে আরও দুই আইনজীবী
শোবিজ ডেস্ক

হলিউড অভিনেত্রী জোলি যে শুধু ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদ চাইছেন তা নয়। বিচ্ছেদের আবেদনে তার যা দাবি-দাওয়া সব একবারে মিটিয়ে নিতে চান।

আর এটি নিশ্চিত করতেই বিচ্ছেদে তার পক্ষে আইনি লড়াই লড়তে জোলি নিয়োগ দিয়েছেন আরও দুই আইনজীবীকে। জোলি এর আগেই যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিচ্ছেদবিষয়ক আইনজীবী লরা ওয়াসারকে নিয়োগ দিয়েছেন। জাঁদরেল এই উকিল হলিউডের সব নামি-দামি তারকার বিচ্ছেদ ঘটিয়ে এখন নিজেই তারকা বনে গেছেন। জনি লি মিলারের সঙ্গে জোলির প্রথম বিয়ে বিচ্ছেদের মামলা তিনিই লড়েছিলেন।

জোলির বিচ্ছেদ মামলায় নতুন নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন বার্ট ফিল্ডস এবং পিয়ার্স ও’ডোনেল। তারা দুজনও আছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ আইনজীবীর তালিকায়।

up-arrow