Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ২৩:৪৬
তাপসীর ভয়
শোবিজ ডেস্ক

অভিনেত্রী তাপসী পান্নু নাকি এখন ভয়ে জড়সড়। পিংক ছবিতে অদম্য সাহসিকতার চরিত্রে দেখা গেছে তাপসীকে।

এত দিন মূলত তামিল ও তেলেগু ছবি করে এলেও এক পিংক তাকে এনে দিয়েছে অন্য রকম পরিচিতি। চারদিক থেকেই প্রশংসা কুড়াচ্ছেন। অমিতাভ বচ্চনের মতো অভিনেতার ঔজ্জ্বল্যে যিনি নিজেকে হারিয়ে যেতে দেননি।

এর আগে চাশমে বাদ্দুর ও বেবিতে কাজ করলেও বলা যায়, পিংক ছবি দিয়েই তাপসীর আসল যাত্রা শুরু হলো বলিউডে। নিজের অভিজ্ঞতা সম্পর্কে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘বেবিতে মাত্র ২০ মিনিট কাজ করলেও সেই অল্প সময়ের অভিনয়ের বদৌলতেই কিন্তু আমি অন্য ছবিগুলোতে কাজের সুযোগ পেয়েছি। পিংক করার পর অন্য উচ্চতায় চলে গেছে সব। এটা আমাকে  ভিতু করে তুলেছে।

এই পাতার আরো খবর
up-arrow