বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সৈয়দ হকের কবিতায় ফাহমিদার গান

শোবিজ প্রতিবেদক

সৈয়দ হকের কবিতায় ফাহমিদার গান

সেলিম আল দীনের লেখা শেষ কবিতাটি নিয়ে গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল প্রখ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবীর। সৌভাগ্যের সেই ছোঁয়া যেন আবারও তার ভাগ্যে এসে জুটেছে। সৈয়দ শামসুল হকের লেখা শেষ কবিতা নিয়েও গান গাওয়ার সুযোগ পেলেন ফাহমিদা নবী। আর এই সুযোগকে জীবনের এক স্মরণীয় ঘটনা বলেছেন ফাহমিদা নবী। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে জীবনকে উপলব্ধি করে সৈয়দ শামসুল হকের লেখা শেষ কবিতা ‘মৃত্তিকার ঘন অন্ধকারে’ লিখেছিলেন। সেই কবিতার গানে সুর করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান। আর এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। আফজাল হোসেনের উপস্থাপনায় সৈয়দ হকের লেখা শেষ কবিতাটি গানে গানে পরিবেশন করবেন ফাহমিদা নবী ‘হৃদ কলমের টানে’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে। শেখ সাদী খান বলেন, ‘এটা আমার জন্যও সৌভাগ্যের ব্যাপার যে, এত বড় মাপের একজন মানুষের কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারলাম।’ ফাহমিদা নবী বলেন, ‘এটা আমার জন্য সত্যিই অনেক   সৌভাগ্যের বিষয়। হক চাচার লেখা শেষ কবিতাটি নিয়ে গানটি আমি গাইতে পেরেছি। গানটি গাওয়ার সময় অনুভব করার চেষ্টা করেছি যে চাচা মৃত্যুকে কতটা কাছে থেকে দেখে কবিতাটি লিখেছেন। হক চাচা তার শেষ কবিতায় যে প্রশ্ন রেখে গেছেন তার উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন। শুরুতে গানের ভিতর প্রবেশ করতে পারছিলাম না। যখন গানের ভিতরে আমি হারিয়ে যাই তখন আর নিজেকে খুঁজে পাইনি।’

সর্বশেষ খবর