Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২২:০৭
বরকে নিয়ে কলকাতায় বিপাশা
শোবিজ ডেস্ক
বরকে নিয়ে কলকাতায় বিপাশা

বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। অবাঙালি বর কখনো দেখেননি কলকাতার পূজা। বছর চারেক আগে পূজায় কলকাতায় আসার সুযোগ হয়েছিল। তাও কিছুক্ষণের জন্য। এবার চার দিনই কলকাতায় থাকার প্ল্যান রয়েছে। বাবা-মা, আত্মীয়-বন্ধুদের সঙ্গে কলকাতায় পূজার সময় কাটাবেন বিপাশা। কর্ণ তো থাকছেনই। সঙ্গে থাকবে কর্ণের গোটা পরিবারও। বিপাশা তার বরকে ছোটবেলার শহর দেখাতে চান। তাই পূজার সময়টা কলকাতাতেই কাটাবে ওরা।

এই পাতার আরো খবর
up-arrow