Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২২:০৮
গুগলের প্রথম অফিশিয়াল পার্টনার জি-সিরিজ
শোবিজ প্রতিবেদক

সম্প্রতি বাংলাদেশে গুগলের প্রথম  অফিশিয়াল বিনোদন পার্টনার হয়েছে অডিও ভিডিও প্রকাশনা প্রতিষ্ঠান জি-সিরিজ। এর আগে এ দেশের অন্য কোনো কোম্পানি গুগলের বিনোদন পার্টনার ছিল না।

এ সুবাদে এ দেশের যে কোনো গান, নাটক ও চলচ্চিত্র আন্তর্জাতিক কপিরাইটের আওতায় আসবে এবং গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, নির্মাতা, লেখক ও প্রতিষ্ঠানের কপিরাইট সংরক্ষিত হবে। এখন থেকে জি-সিরিজের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশিত যে কোনো কিছুর রয়্যালিটি সরাসরি প্রদান করবে গুগল। শুধু তাই নয়, জি-সিরিজের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের অন্য প্রতিষ্ঠানগুলোও তাদের ভিডিও কনটেন্টের সঠিক রয়্যালিটি প্রাপ্তি নিশ্চিত করতে পারবে।

এ প্রসঙ্গে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান গুগলের মিউজিক পার্টনার হলো— এ সাফল্য সারা দেশের।

এই পাতার আরো খবর
up-arrow